পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD) পশ্চিমবঙ্গের একটি সরকারি সংস্থা যারা বিভিন্ন কারিগরি দক্ষতা বৃদ্ধির ট্রেনিং, শিক্ষানবিশী ও বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যবস্থা করে থাকেন। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ও অংশীদারি সংস্থা টাটা স্ট্রাইভ চালু করেছে উৎকর্ষ বাংলা আমার কর্মদিশা পোর্টাল। এই উৎকর্ষ বাংলা কর্মদিশা উদ্যোগটি টাটা কমিউনিকেশন দ্বারা পরিচালিত।
উৎকর্ষ বাংলা আমার কর্মদিশা পোর্টালের কাজ কি ?
ছাত্রছাত্রীরা অনেকসময় কি কোর্স করবে, কোন কোর্স তার জন্য সঠিক হবে এটা মনস্থির করতে পারেনা, তাদের প্রয়োজন হয় গাইডেন্স এর সঠিক দিশার। সেকারণেই উৎকর্ষ বাংলা আমার কর্মদিশা পোর্টালের মাধ্যমে প্রার্থীরা একটি ক্যারিয়ার গাইড গেম খেলার মাধ্যমে, নিজেদের পছন্দ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট অনুযায়ী সঠিক কারিগরি প্রশিক্ষণ কোর্স বা ট্রেড বেছে নিতে পারবে। বিশিষ্ট আমেরিকান সাইকোলজিস্ট ডক্টর জন লুইস হল্যান্ড এর ৬টি চারিত্রিক বৈশিষ্ট সম্পন্ন ক্যারিয়ার গাইডেন্স তত্ত্ব একটি অনলাইন গেমের মাধ্যমে উপস্থাপনা করে যাচাই করা হয় এবং ফলাফল হিসাবে R, I, A, S, E, C এই ছয়টি কোডের মাধ্যমে ব্যক্তিত্বের ধরণের প্রকাশ করা হয় যা হল্যান্ড কোড নামেও পরিচিত। আরো বিস্তারিত জানতে আপনাকে এই অনলাইন গেমটিতে অংশ নিতে হবে।
উৎকর্ষ বাংলা আমার কর্মদিশা পোর্টালে কিভাবে ব্যবহার করবেন ?
সরাসরি খুলে নিন আমার কর্মদিশা পোর্টাল এই লিংকে (https://amarkarmadisha.wb.gov.in/) এখানে আপনাকে আপনার মোবাইল নং ও জন্ম তারিখে লিখে ওটিপির মাধ্যমে প্রবেশ করতে হবে। এবারে আপনার সম্পর্কে কিছু তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- সম্পূর্ণ নাম (প্রথম নাম, মধ্য নাম ও পদবি আলাদা করে লিখুন)*
- শিক্ষাগত যোগ্যতা লিখুন*
- ধর্ম *
- আধার নং
- জাতিগত শ্রেণী / বিভাগ বেছে নিন (SC/ST/OBC) *
- লিঙ্গ *
- পিনকোড *
- জেলা ও গ্রামের নাম পিনকোড অনুযায়ী আসবে *
- এম জি এন আর ই জি এ কার্ড (MGNREGA জব কার্ড) আছে কি না
- কোনো দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রাপ্ত হলে এখানে সেইমতো লিখবেন *
- পরিবারের মোট সদস্য সংখ্যা জানাবেন *
- পরিবারের মোট সদস্য এর মধ্যে উপার্জনকারী সদস্য সংখ্যা লিখবেন *
- আপনার পেশা বেচে নেবেন
- পারিবারিক আয় *
- অর্থনৈতিক অবস্থা (APL/BPL) বেছে নেবেন *
- বিশেষভাবে সক্ষম (শারীরিক প্রতিবন্ধী) হলে জানাবেন *
- কাজের জন্য আপনি কি স্থানান্তর করতে ইচ্ছুক? * (জেলা, রাজ্য ও দেশ ভিত্তিক অপসন দেওয়া হয়েছে আপনি পছন্দ অনুযায়ী বেছে নেবেন)।
- কোন এলাকার বাসিন্দা পঞ্চায়েত / মিনিসিপালিটি/অন্যান্য সেটি জানাবেন। *
- আপনার ইমেল আইডি থাকলে জানাবেন।
- জন্মতারিখ ও মোবাইল নম্বর আগে দেওয়া হয়েছে।
বিশেষ ভাবে মনে অনলাইনে ফর্ম পূরণের সময় * লাল স্টারমার্ক দেওয়া অপসন গুলি অবশ্যয় পূরণ করতে হবে এছাড়াও বয়স হতে হবে ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ভাবে মিলিয়ে নিয়ে সেভ অপশনে ক্লিক করুন।
এরপরেই আপনার নাম দিয়ে স্বাগত জানানো হবে। YOURNAME আপনাকে স্বাগত !
গেমটি শুরু করার আগে, কেমন ভাবে খেলতে হবে জানতে ভিডিওটি দেখুন
এরপরে এবারে, গেমটি শুরু করা যাক অপশনে ক্লিক করে গেমটি খেলতে পারেন
অনুগ্রহ করে অপেক্ষা করুন আমরা আপনার প্রতিবেদন তৈরি করছি|
আপনার ব্যক্তিত্বের সমকক্ষ কেরিয়ার ইন্টারেস্ট সম্পর্কে জানতে এখনে ক্লিক করুন
প্রিয় CANDIDATE NAME, অনুগ্রহ করে আপনার রেজিস্ট্রেশন আইডি নোট করুন : 1000268000 !
প্রশ্নের জন্য, টোল ফ্রি নম্বর 18003458245 কর্মদিবসে, সকাল 10:00 – বিকাল 05:00 পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করুন